রুপগঞ্জে দ্বিতীয় দিনের মতো অস্ত্র উদ্ধারে অভিযান শুরু

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের রুপগঞ্জ উপজেলার পূর্বাচল খালে দ্বিতীয় দিনের মতো অস্ত্র উদ্ধারে অভিযান শুরু করেছে পুলিশ।

শনিবার সকাল সাড়ে ৯টা থেকে অভিযান শুরু হয়। তবে দুপুর সাড়ে ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই খাল থেকে আর কোনো অস্ত্র কিংবা গুলি উদ্ধার হয়নি জানিয়েছে অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, ‘খালের পানি সেচার জন্য প্রস্তুতি নিচ্ছে আমরা। পানি সেচে ফের তল্লাশি চালানো হবে।’

নারায়ণগগঞ্জের পুলিশ সুপার মঈনুল হক জানান, রুপগঞ্জের খাল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের ঘটনায় ঢাকা রেঞ্জের ডিআইজি শফিকুল ইলামকে প্রধান করে পুলিশ হেডকোয়াটার্স থেকে ১২ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রধান নারায়ণগঞ্জে অবস্থান করছেন। তিনি অস্ত্র উদ্ধারের বিষয়টি মনিটরিং করছেন।

রুপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন জানান, অস্ত্র উদ্ধারের ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি। কারণ এখনো অস্ত্র উদ্ধার অভিযান শেষ হয়নি। অভিযান শেষ হলে কি পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হলো তা দেখে মামলা করা হবে। এ ছাড়া আটক শরীফকে জিজ্ঞাসাবাদ চলছে।