জেলা প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাক-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় একজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আধুরিয়া চেকপোস্ট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নেত্রকোনার মদন উপজেলার চাঁনগাঁও এলাকার কালু মুন্সির ছেলে আলী মিয়া (৭০) ও বরিশালের সামসুল মিয়ার ছেলে তোফাজ্জল হোসেন (৩০)।
কাঁচপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার ঢাকা-সিলেট মহাসড়কের আধুরিয়া এলাকায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। অটোরিকশায় থাকা দুই যাত্রী নিহত ও এক যাত্রী আহত হন।
ময়নাতদন্তের জন্য নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে বলেও জানান এসআই জহিরুল ইসলাম।