নিজস্ব প্রতিবেদক : রাজধানীর রূপনগর থেকে নাশকতার জন্য আনা ৪১টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। এ সময় হাতেনাতে ছয়জনকে গ্রেপ্তার করা হয়।
রোববার দুপুরে ডিএমপির উপকমিশনার মো. মাসুদুর রহমান রাইজিংবিডিকে বলেন, ‘শনিবার রাতে রূপনগর থানা এলাকায় অভিযান করা হয়। এ সময় সন্দেহভাজন মো. জুয়েল, রবিউল ইসলাম, কাওসার আহমেদ, মো. পলাশ, মো. ফাহাদ ও সুমনকে গ্রেপ্তার করা হয়। তাদের দেহ তল্লাশি করে ককটেলগুলো উদ্ধার করা হয়।’
তিনি আরো বলেন, ‘প্রাথমিক তদন্তে মনে হচ্ছে ককটেলগুলো তারা নাশকতা করার জন্য এনেছিল। রিমান্ডে নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করা হবে।’
এ ব্যাপারে থানায় মামলা হয়েছে বলে জানান মাসুদুর রহমান।