রূপসায় গ্রাম্য চিকিৎসক সুজনসহ আটক-২ র‍্যাব-৬’র অভিযান : ৩’শ পিচ ইয়াবা উদ্ধার

সংবাদদাতা এম এম সি মেহেদী রূপসায় ঔষধের ব্যবসার আড়ালে মাদকের রমরমা ব্যবসা। তিন’শ পিচ ইয়াবাসহ দুইজন গ্রেফতার হয়েছে। আজ শনিবার গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬ এর একটি দল রূপসা উপজেলার পূর্ব রূপসা বাজারের রেলস্টেশন এলাকায় সেবা মেডিকেলে অভিযান চালিয়ে ৩’শত পিচ ইয়াবাসহ

গ্রাম্য চিকিৎসক উক্ত সেবা মেডিকেলের স্বত্তাধিকারী ও মহাদেব দাসের পুত্র সুজন দাস (৩৬) ও বটিয়াঘাটা উপজেলার রামভদ্রপুর গ্রামের রফিক শেখের পুত্র রবিউল (৩২)কে আটক করে। র‍্যাব-৬ এর সিনিয়র এএসপি নুরুজ্জামান বলেন, আমাদের সোর্স ক্রেতা সেজে মাদক বিক্রেতা সুজনের বিকাশ নাম্বারে ১০ হাজার টাকা পাঠানো হয় ইয়াবা ক্রয় করতে। মাদক বিক্রেতা সুজনের দেওয়া সময় অনুযায়ী ওই দিন গত ২৫ নভেম্বর সন্ধ্যা ৬ টায় অবৈধ ইয়াবা নিতে আসে। পূর্ব থেকেই র‌্যাবের সদস্যরা ওৎ পেতে বসে থাকে উক্ত সেবা মেডিকেলের আশপাশে। ঠিক ইয়াবা বিক্রির সময় ওই দুই মাদক বিক্রেতাদের ঔষধের দোকানের ভিতরে হাতেনাতে আটক করে র‌্যাবের সদস্যরা। এ রিপোর্ট লেখা পর্যন্ত মাদক আইনে মামলার প্রস্তুতি চলছিল। এদিকে উক্ত ঘটনা এলাকার আশপাশে ছড়িয়ে পড়লে শত শত মানুষ পূর্ব রূপসা পুরাতন রেলস্টেশন সংলগ্ন সেবা মেডিকেলের সামনে ভীড় জমায়।