নিজস্ব প্রতিবেদক : রূপালী ব্যাংক ঢাকা দক্ষিণ বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ব্যবস্থাপক সম্মেলন-২০১৬ অনুষ্ঠিত হয়েছে।
গত রোববার এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সোমবার ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা এহতেশামুজ্জামান এ তথ্য জানান।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. আতাউর রহমান প্রধান।
তিনি শ্রেণিকৃত ও অবলোপিত ঋণ আদায়ের ওপর সর্বাধিক গুরুত্বারোপ করেন এবং নন-পারফর্মিং লোনকে পারফর্মিং করার পদক্ষেপ গ্রহণের নির্দেশনা প্রদান করেন।
ঢাকা দক্ষিণ বিভাগীয় কার্যালয়ের জিএম মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠেয় সভায় ব্যাংকের ডিএমডি দেবাশীষ চক্রবর্ত্তী , জিএম আব্দুল মজিদ শেখ এবং জিএম হাসনে আলমসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।