রেকর্ড গড়ে শীর্ষে ফেদেরার

ক্রীড়া ডেস্ক: বয়সের সঙ্গে পাল্লা দিয়ে যেন ক্রমেই পরিণত হয়ে উঠছেন রজার ফেদেরার। ফিটনেস ধরে রেখে একের পর এক দুর্দান্ত পারফরম্যান্সে নিজেকে আবারও চূড়ায় নিয়ে এসেছেন টেনিস কোর্টের এ রাজা।

সম্প্রতি ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে রাফায়েল নাদালকে হটিয়ে রেকর্ড গড়ে সবচেয়ে বেশি বয়সে পুরুষ এককে টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছেন ফেদেরার। নেদারল্যান্ডে অনুষ্ঠিত রটারডাম ওপেনের কোয়ার্টার ফাইনালে রবিন হ্যাসকে হারিয়ে সবচেয়ে বেশি বয়সে শীর্ষ স্থান দখলের রেকর্ড গড়লেন সু্ইস এ তারকা। ২০১২ সালের অক্টোবরে শীর্ষ স্থান হারানোর পর আবারও সেটি ফিরে পেলেন ৩৬ বছর বয়সি এ তারকা ।

ফেদেরারের আগে যুক্তরাষ্ট্রের আন্দ্রে আগাসি ৩৩ বছর বয়সে ১৩১ দিন এক নম্বর তারকা হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছিলেন। এবার সেই রেকর্ড নিজের দখলে নিলেন ফেদেরার। জয়ের পর এক টুইট বার্তায় ফেদেরারকে শুভেচ্ছা জানিয়েছেন আন্দ্রে আগাসি।

রটারডাম ওপেনের কোয়ার্টার ফাইনালে প্রথম সেটে হেরে গিয়েছিলেন ফেদেরার। তবে পরের দুই সেটে জয় তুলে নেন তিনি। টেনিসের ইতিহাসে সর্বোচ্চ ৩০৩ সপ্তাহ টানা নাম্বার ওয়ান থাকার রেকর্ড এখনও রজার ফেদেরারের। প্রথমবার বিশ্বের এক নম্বর হয়েছিলেন ঠিক ১৪ বছর আগে।

চলতি বছরটি টেনিস কোর্টে ‍দুর্দান্ত কাটাচ্ছে ২০টি গ্র্যান্ডস্লাম জয়ী সুইস কিংবদন্তি ফেদেরার। ২০১৮ সালে টানা ১০ ম্যাচ অপরাজিত রয়েছেন তিনি।