রেকর্ড নাকি তৈরি হয় ভাঙার জন্য

ক্রীড়া ডেস্ক : রেকর্ড নাকি তৈরি হয় ভাঙার জন্য। এ আর নতুন কি? একজন রেকর্ড তৈরি করবে আবার তা কেউ ভাঙবে। কিন্তু সব সময় কি এই কথা খাটে? সব রেকর্ড কি সত্যিই ভেঙে দেওয়া সম্ভব? ক্রিকেটে এমন কিছু রেকর্ড আছে, যা হয়তো কোনো দিনই ভাঙবে না। এর একটি জিম লেকারের এক টেস্টে ১৯ উইকেট।

১৯৫৬ সালে ওল্ড ট্রাফোর্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে দুই ইনিংস মিলিয়ে ১৯ উইকেট নিয়েছিলেন লেকার। ইংলিশ অফ স্পিনার প্রথম ইনিংসে নিয়েছিলেন ৯ উইকেট, আর দ্বিতীয় ইনিংসে ১০ উইকেট। ম্যাচে ৯০ রানে ১৯ উইকেট। লেকারের ১৯ উইকেট নেওয়ার কীর্তির ৬১ বছর পূর্তি হলো আজ (৩১ জুলাই)।

ইনিংসে ১০ উইকেট আছে আর কেবল একজনেরই। ১৯৯৯ সালে দিল্লিতে পাকিস্তানের বিপক্ষে লেকারের ‘অল টেন’ কীর্তির পুনরাবৃত্তি করেন ভারতীয় লেগ স্পিনার অনিল কুম্বলে। কিন্তু লেকারের এক টেস্টে ১৯ উইকেটের পুনরাবৃত্তি কখনো সম্ভব?

লেকারের এই কীর্তির ৩৪ বছর আগে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ইনিংস মিলিয়ে ১৭ উইকেট নিয়েছিলেন তার পূর্বসূরি সিডনি বার্নস। তবে লেকারের ১৯ উইকেটের পর টেস্ট ইতিহাসে দুই ইনিংস মিলিয়ে ১৬ উইকেটের বেশি পাননি কেউই।