
বাংলাদেশ রেলওয়ে রাজশাহী বিভাগের রাজশাহী রেলওয়ে স্টেশন (পি’ডব্লিউ) অফিসে দায়িত্ব টাইম কিপার মোঃ সায়েম সাধারণ গেইট কিপার এর চাকরি সরকারীকরণে ৭ লক্ষ ৫০ হাজার টাকা ঘুষ নিয়েছেন। বিগত ১০ বছরেও সরকারি হয়নি ভুক্তভোগী আরিফুল ইসলাম তরফদারের গেট কিপারের চাকরিটি। এমনটি অভিযোগ করেন ভুক্তভোগী আরিফুল ইসলাম তরফদার, টাঙ্গাইল জেলার ভূইয়াপুর থানার বাসিন্দা মৃত সাইফুল ইসলাম তরফদার এর ছেলে আরিফুল ইসলাম তরফদার ক্রাইম পেট্রোল ইনভেস্টিগেশন এজেন্সি বাংলাদেশ, ও জাতীয় সাপ্তাহিক ক্রাইম পেট্রোল বিডি নিউজ কে বলেন, গত ১৫-১১-২০১৫ সালে আমার গেট কিপার এর চাকরিটি নতুন হয়, তখন আমি সবকিছু বুঝে ওঠার আগেই রাজশাহী রেলওয়ে স্টেশনে (পি’ডব্লিউ) অফিসে দায়িত্ব রত টাইম কিপার মোঃ সায়েম আমাকে ৭ লক্ষ ৫০ হাজার টাকা এককালীন দিতে বলেন,আমার চাকরি টি সরকারি করনে আমি খুবই দরিদ্র ফ্যামিলির একজন মানুষ সরকারি চাকরির আশায় সায়েমের দেওয়া পরামর্শে আমি রাজি হয় এবং আমার ভিটে বাড়ি বিক্রি করে সায়েম’কে এককালীন ৭ লক্ষ ৫০ হাজার টাকা দিয়েছি যার প্রমাণস্বরূপ আমার কাছে চেক রয়েছে এবং ব্যক্তি সাক্ষী রয়েছে। ভুক্তভোগীর এমন অভিযোগ আমলে নিয়ে ক্রাইম পেট্রোল বিডি অনুসন্ধানী প্রতিনিধি এবার মোবাইল ফোনে কথা বলেন অভিযুক্ত ব্যক্তি সায়েম ও তার চাকরিদাতা বস ফাইজুল ইসলামের সাথে তারা উভয় তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ সত্যতা নিশ্চিত করে মুঠোফোনে সাক্ষাৎ প্রদান করেন এবং ভুক্তভোগীর টাকা ফেরত দিবে বলে অঙ্গীকার করেন এবং তারা স্বীকার করেন ২ লক্ষ ৫০ হাজার ইতিমধ্যে ভুক্তভোগী আরিফুল ইসলামকে ফেরত দিয়েছেন বাকি টাকা তাকে ফেরত দিয়ে দিবেন।
এদিকে আরিফুল ইসলাম বলেন আমাকে আর তারা কোন টাকাই দিচ্ছেন না আমি আজ ভিটে ভূমি হারা হয়ে ভাড়াটিয়া জীবন কাটাচ্ছি তারা ফোনে যোগাযোগ ও আমার সাথে বিচ্ছিন্ন করে দিয়েছেন। তিনি আরো বলেন আমি ক্রাইম পেট্রোল বিডির মাধ্যমে তাদের মুখোশ উন্মোচিত করে আইনের আওতায় আনার জন্য অনুরোধ জানাচ্ছি এবং আমি দরিদ্র মানুষের অর্থটি যেন ফেরত পাই সেই সহযোগিতা কামনা করছি।