সংসদ প্রতিবেদক : মোট ৪৫৯টি রেলওয়ে স্টেশনের মধ্যে বর্তমানে ১৩৮টি স্টেশনের কার্যক্রম বন্ধ রয়েছে বলে রেলমন্ত্রী মো: মুজিবুল হক সংসদকে জানিয়েছেন।
সোমবার দশম জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনে জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সদস্য পিনু খানের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।
রেলমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ রেলওয়ের মোট ৪৫৯টি স্টেশন আছে। বর্তমানে রেলে জনবল স্বল্পতা বিরাজ করছে। জনবলের স্বল্পতার কারণে ১৩৮টি স্টেশনের কার্যক্রম আংশিক বা সম্পূর্ণ বন্ধ রয়েছে। অবশ্য ইতোমধ্যে সহকারী স্টেশন মাস্টার পদে ২৬৭ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। তার মধ্যে ১৩৯ জনকে প্রশিক্ষণ শেষে বিভিন্ন স্টেশনে নিয়োগ করা হবে। অবশিষ্ট ১২৮ জনের প্রশিক্ষণ চলতি বছরের এপ্রিল মাসে শেষ হবে। প্রশিক্ষণ শেষে সহকারী স্টেশন মাস্টারদের পদায়ন করে বন্ধ স্টেশন সংখ্যা কমানো সম্ভব হবে।’
সরকারি দলের সংসদ সদস্য এস এম মোস্তফা রশিদীর এক প্রশ্নের উত্তরে রেলমন্ত্রী বলেন, ‘চলতি বছরের মধ্যে রেলওয়েতে প্রথম শ্রেণির পদে ৫৯ জন, দ্বিতীয় শ্রেণির পদে ২১৩ জন, তৃতীয় শ্রেণির পদে ১৭৪৩ জন, চতুর্থ শ্রেণির পদে ২৮৭৬ জন মোট ৪৮৯১ জনকে নিয়োগ দেয়ার পরিকল্পনা সরকারের রয়েছে। এই জনবল নিয়োগে যথাযথভাবে কোটা অনুসরণ করা হবে।’
সরকারি দলের সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের এক সম্পূরক প্রশ্নের জবাবে রেলমন্ত্রী মুজিবুল হক বলেন, ‘ভারতে ত্রিপুরার সঙ্গে রেল যোগাযোগের জন্য ফেনী-বিলুনিয়া রেল পথ দ্রুতই চালু করা হবে। ভারতের সঙ্গে পূর্বে যে রেলপথগুলো চালু ছিলো তার সবগুলোই পর্যায়ক্রমে চালু করা হবে।