রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে এপিবিএন এক সদস্য নিহত

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে বেলাল উদ্দীন (৩৫) নামের আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক সদস্য নিহত হয়েছেন।

সোমবার সকাল পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের বাবার নাম মৃত মোসলেম উদ্দীন। তার বাড়ি কুমিল্লার চান্দিনায়। তিনি এপিবিএনের পঞ্চম ব্যাটালিয়নের সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে।

জিআরপি (ঢাকা) থানার উপপরিদর্শক আলী আকবর জানান, রেললাইন পার হওয়ার সময় তিনি ট্রেনে কাটা পড়ে মারা যান। ঢাকা থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেসে কাটা পড়ে তার মৃত্যু হতে পারে।

ময়নাতদন্তের জন্য নিহতের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।