নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় রেললাইনে এক মা ও শিশুকে বাঁচাতে প্রাণ দিলেন বাদল মিয়া (৫৮) নামে এক ব্যক্তি।
শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে কুড়িল বিশ্বরোড রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাদলের বাড়ি ময়মনসিংহ জেলার গফরগাঁওয়ে। তিনি রেলওয়ের লাইনম্যান হিসেবে কাজ করতেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুর সোয়া ১টার দিকে বাদল রেলের আপ লাইনে কাজ করছিলেন। ওই সময় রেলের ডাউন লাইনে সিলেট থেকে ছেড়ে আসা সুরমা মেইল ঢাকার উদ্দেশে যাচ্ছিল। ঠিক ওই সময় এক নারী তার কোলে থাকা শিশুকে নিয়ে ডাউন লাইন হয়ে রেললাইন পারাপার করছিলেন। ট্রেন কাছাকাছি চলে এসেছে দেখে বাদল দৌড়ে এসে নারী ও শিশুকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। কিন্তু তার পা রেললাইনে আটকে যাওয়ায় সেখানেই কাটা পড়েন।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা জিআরপি থানার উপপরিদর্শক আকবর আলী জানান, লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।