রেলের সেবার মান বাড়াতে সরকার সব ধরনের চেষ্টা করছে

নিজস্ব প্রতিবেদক : রেলমন্ত্রী মুজিবুল হক বলেছেন, ‘রেলের সেবার মান বাড়াতে সরকার সব ধরনের চেষ্টা করছে। এজন্য বিভিন্ন রুটে নতুন নতুন কোচের উদ্বোধন করা হচ্ছে।’

বৃহস্পতিবার কমলাপুর রেলস্টেশনে ‘জয়ন্তিকা এক্সপ্রেস’ট্রেনের উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এ সময় রেলওয়ের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রেলমন্ত্রী বলেন, ‘রেলের আধুনিকায়ন ও উন্নয়নে বেশকিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, যা অন্য কোনো সরকার করেনি। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর রেলের উন্নয়নে নজর দিয়েছে। এতে সেবার মান বৃদ্ধি পেয়েছে। মানুষ স্বাচ্ছন্দে রেলে ভ্রমণ করছেন।’

ঢাকা-সিলেট-ঢাকা রুটে আধুনিক এ কোচের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী আরো বলেন, ‘আগামী বছরের মধ্যে বেশকিছু নতুন রেলপথের নির্মাণ কাজ শেষ হবে। নতুন ট্রেনের পাশাপাশি সব ট্রেনের আধুনিকায়ন নিশ্চিত করা হবে।’