রোগীর স্বজনদের সঙ্গে চিকিৎসকদের দুর্ব্যবহারের ঘটনা সত্যিই দুঃখজনক ও অনভিপ্রেত

সচিবালয় প্রতিবেদক : বগুড়ার শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন সিরাজগঞ্জের আলাউদ্দিন হোসেনের স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের দুর্ব্যবহারে দুঃখ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এ ঘটনায় জড়িত ইন্টার্ন চিকিৎসকদের কঠোর শাস্তি দেওয়ার কথাও জানান।

মোহাম্মদ নাসিম বলেন, ‘রোগীর স্বজনদের সঙ্গে চিকিৎসকদের দুর্ব্যবহারের ঘটনা সত্যিই দুঃখজনক ও অনভিপ্রেত। এ ঘটনায় যারা জড়িত ইতোমধ্যে তাদের চিহ্নিত করা হয়েছে। তাদের ইন্টার্নশিপ বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে।’

ওই হাসপাতালে চিকিৎসাধীন সিরাজগঞ্জের আলাউদ্দিন হোসেনের মৃত্যুতে মন্ত্রী গভীর শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফিতার কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী কিংবা রোগীর স্বজনদের সঙ্গে যেন কোনোভাবেই দুর্ব্যবহার করা না হয় সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসা মানুষের সঙ্গে অন্যায় আচরণের অভিযোগ আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।’

নাসিম বলেন, ‘হাসপাতাল হচ্ছে সেবাপ্রার্থীর আশ্রয়স্থল। সেবাদানকারী সকলেই চিকিৎসাসেবার মতো মহান পেশার সঙ্গে যুক্ত। এখানে কোনো রকমের দুর্ব্যবহার বা অসৌজন্য আচরণ কাম্য নয়। দুর্ব্যবহারের কোনো ‍সুযোগও নেই।’

যে কোনো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রোগীর সেবা কার্যক্রম ব্যাহত করে অহেতুক ধর্মঘট বা উত্তেজনা ছড়াতে পারে এমন কোনো কর্মসূচি না দেওয়ার জন্য চিকিৎসক, নার্সসহ সকলের প্রতি আবারো আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।