ক্রীড়া ডেস্ক: স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সেলোনা ছেড়ে পাঁচ বছরের চুক্তিতে প্যারিস সেইন্ট জার্মেইয়ে যোগ দিয়েছেন নেইমার। ব্রাজিলিয়ান এ তারকার ক্লাব পরিবর্তনে মিশ্র মন্তব্য করছেন ব্রাজিলের প্রাক্তন ফুটবলাররা। তবে বার্সেলোনায় খেলা ব্রাজিলের গ্রেট ফুটবলার রোনালদিনহো জানান, নেইমারের ক্লাব পরিবর্তনে অখুশি নন তিনি।
২২২ মিলিয়ন ইউরোর রেকর্ড ট্রান্সফার ফিতে পিএসজিতে যোগ দিয়েছেন নেইমার। নতুন চ্যালেঞ্জ আর সময়ের সেরা তারকা মেসির ছায়া থেকে বের হতেই নাকি নতুন ঠিকানায় ২৫ বছর বয়সি এ তারকা। আর স্বদেশী এ উত্তরসূরির বার্সা ছাড়ায় হতাশ নন ব্যালন ডি’অর জয়ী তারকা রোনালদিনহো ।
নেইমারের দলবদল প্রসঙ্গে স্প্যানিশ দৈনিক মার্কাকে রোনালদিনহো বলেন, ‘আমার মতে সে (নেইমার) যেখানে স্বস্তিবোধ করে সেটাই গুরুত্বপূর্ণ। তাকে খুশি দেখতে পারাটা আমাকে আনন্দ দেয়। ফুটবলকে যারা ভালবাসে প্রত্যেককেই সে আনন্দ দিয়ে থাকে। আমি তার ওপর খুশি। মারকুইনোস, থিয়াগো সিলভা, ম্যাক্সওয়েল এবং বিশেষ করে দানি আলভেজের খুব কাছে গিয়েছে নেইমার। তাদের উপস্থিতি নিঃসন্দেহ তার জন্য খুব গুরুত্বপূর্ণ।’