রোনালদোর অনুসারীর সংখ্যা ১০০ মিলিয়ন

ক্রীড়া ডেস্ক : ফুটবল মাঠে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন। ক্রিস্টিয়ানো রোনালদো এবার রেকর্ড গড়লেন মাঠের বাইরেও।

গত মঙ্গলবার অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে দারুণ এক হ্যাটট্রিক করে রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়নস লিগের ফাইনালের পথে এগিয়ে দিয়েছেন রোনালদো। পর্তুগিজ তারকা প্রথম খেলোয়াড় হিসেবে ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতায় টানা দুই ম্যাচে হ্যাটট্রিকের কীর্তি গড়েছেন। চারবারের ফিফা বর্ষসেরা খেলোয়াড় বৃহস্পতিবার ইতিহাস গড়েছেন ইন্সটাগ্রামে।

এদিন ইন্সটাগ্রামে রোনালদোর অনুসারীর সংখ্যা ১০০ মিলিয়ন ছাড়িয়েছে। প্রথম ক্রীড়াবিদ হিসেবে সামাজিক যোগাযোগের কোনো মাধ্যমে ১০০ মিলিয়ন অনুসারীর মালিক হলেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। তার চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির ইন্সটাগ্রামে অনুসারীর সংখ্যা ৭৮ মিলিয়ন। এর পরে আছেন বার্সেলোনার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার (৭৪ মিলিয়ন)।