রোনালদোর সমালোচনাকারীদের এবার একহাত নিয়েছেন সান্তোস

ক্রীড়া ডেস্ক: ক্যারিয়ারে উত্থান-পতন থাকবেই। কিন্তু দুঃসময়ে খেলোয়াড়দের এভাবে ছোট করে দেখাকে মানতে পারেন না পর্তুগাল ফুটবল দলের কোচ ফার্নান্দো সান্তোস।

ফ্রান্সে অনুষ্ঠিত সবশেষ ইউরো আসরে ফার্নান্দো সান্তোসের হাত ধরে শিরোপা জিতে পতুর্গাল। পর্তুগিজ শিবিরের বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর সমালোচনাকারীদের এবার একহাত নিয়েছেন তিনি। মাঠে বাজে সময় কাটালে রোনালদোকে ছোট করতে থাকেন খোদ পতুর্গালের কিছু সমর্থকরাও। স্বদেশি ভক্তদের এমন সমালোচনায় বিস্মিত পর্তুগাল কোচ সান্তোস।

পতুর্গালে রোনালদোর সমালোচকদের প্রসঙ্গ টেনে সান্তোস বলেন, ‘আমি বুঝি না পর্তুগালের কিছু মানুষ কেন রোনালদোকে ছোট করে দেখে। ক্যারিয়ারে বাজে সময় আসতেই পারে। ক্রিস্টিয়ানো রোনালদো সর্বদাই গোল করে থাকে। তার ১৮ বছর বয়স থেকে আমি তাকে দেখে আসছি।’

রোনালদোর হাত ধরে রেকর্ড গড়ে ইউরো শিরোপা জিতে পতুর্গাল। এবার ইউরোপের অন্যতম সেরা ক্লাব রিয়াল মাদ্রিদের হয়েও দারুণ ফর্মে রয়েছেন তিনি। চ্যাম্পিয়নস লিগে শেষ দুই ম্যাচে টানা দুটি হ্যাটট্রিক করে সমালোচকদের আবারও জবাব দিয়েছেন তিনি। এছাড়া লিগেও দুর্দান্ত সব গোল করে লস ব্লাঙ্কোসদের শিরোপার দৌড়ে থাকতে সহায়তা করছেন পর্তুগাল অধিনায়ক।