রোনালদোর সামনে ৪০০ গোলের চ্যালেঞ্জ

ক্রীড়া ডেস্ক : ২০১৬ সালের শেষপ্রান্তে এসে ব্যক্তিগত পারফরম্যান্সের সেরা স্বীকৃতি ব্যালন ডি’অর জিতেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। নতুন বছরটি হয়তো নতুন প্রত্যয়ে শুরু করতে চাইবেন রিয়াল মাদ্রিদ সুপারস্টার।

২০১৭ সালে রিয়াল মাদ্রিদের জার্সিতে রোনালদোর সামনে ৪০০ গোলের মাইলফলক পৌছার চ্যালেঞ্জ। দারুণ ফর্মে থাকায় পর্তুগিজ এ সুপারস্টারের জন্য এটা বড় কোনো ঘটনাই মনে করছেন না ফুটবলবোদ্ধারা।

ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে ২০০৯ সালে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দেন রোনালদো। সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাবটির হয়ে ইতিমধ্যে সব প্রতিযোগিতায় ৩৮১ গোল করেছেন তিনি। আর ১৯ গোল হলেই ৪০০ গোলের মাইলফলক ছুঁতে পারবেন সিআরসেভেন। ৩১ বছর বয়সি এ তারকা আগামী কয়েকমাসের মধ্যেই ওই মাইলফলকে পৌছতে পারবেন বলে বিশ্বাস করেন তার ভক্তরা। রিয়ালে পা রাখার পর রোনালদোর ম্যাচ প্রতি গোলের সংখ্যা হচ্ছে ১.০৪ করে।

সান্তোসের হয়ে ৬৪৭ গোল করেন ব্রাজিলের কিংবদন্তী ফুটবলার পেলে। রিয়ালের সঙ্গে চুক্তি নবায়নের ফলে ২০২১ সাল পর্যন্ত সান্তিয়াগো বার্নাব্যুতে থাকবেন রোনালদো। তাই ফর্ম আর ফিটনেস ধরে রাখতে পারলে রিয়ালের জার্সিতে নিজেকে আরও উচ্চতায় নিয়ে যেতে পারবেন চার বারের ব্যালন ডি’অর জয়ী তারকা রোনালদো।

৪০০ গোলর মাইলফলে পৌছে বেশ কিছু কিংবদন্তী তারকাদের পাশে ঠাঁই পাবেন রোনালদো। ফ্লামেঙ্গোর হয়ে ৪০১ গোল করে ওই মাইলফলক ছুঁয়েছেন জিকো। বেনফিকার হয়ে ৪৭৩ গোল করেছেন ইউসেবিও। এছাড়া বার্সেলোনা সুপারস্টার লিওনেল মেসির নামের পাশে রয়েছে ৪৭৫ গোল। বায়ার্ন তারকা জার্ড মুলার করেছেন ৫৪২ গোল।

রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার প্রথম মৌসুমে সব প্রতিযোগিতায় ৩৩ গোল করেন রোনালদো। এরপর কোনো মৌসুমে ৫১ গোলের কম হয়নি তার। চলতি মৌসুমেও সব প্রতিযোগিতায় ১৬ গোল করেছেন পর্তুগিজ অধিনায়ক।