রোববার কাওড়াকান্দি ঘাট কাঁঠালবাড়ি স্থানান্তরিত হবে

মাদারীপুর প্রতিনিধি : নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, আগামীকাল রোববার কাওড়াকান্দি ঘাট কাঁঠালবাড়ি স্থানান্তরিত হবে। এতে নৌপথের দূরত্ব ৫ কিলোমিটার কমে যাবে। যাত্রীরা সহজেই ঢাকা পৌঁছাতে পারবে।

শনিবার দুপুরে মাদারীপুরের কালকিনি উপজেলার ভূরঘাটায় জঙ্গিবাদবিরোধী পথসভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন।

নৌপরিবহনমন্ত্রী বলেন, পাকিস্তান রপ্তানি করে জঙ্গি। আর আমরা রপ্তানি করি পোশাক, জাহাজসহ বিভিন্ন জিনিস।

পথসভায় আরো বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আবুল বাশার, কৃষক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাকিলুর রহমান সোহাগ তালুকদার, কালকিনি উপজেলা আওয়ামী লীগের প্রাক্তন সাধারণ সম্পাদক মীর গোলাম ফারুক, জেলা শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি খায়রুল আলম নিটুল খন্দকার প্রমুখ ।