রোহিঙ্গাদেরকে জাতিগতভাবে নিধন বন্ধ করেনিঃ জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক : রাখাইন রাজ্যে মিয়ানমার রোহিঙ্গাদেরকে জাতিগতভাবে নিধন বন্ধ করেনি। মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার দপ্তরের সহকারী মহাসচিব অ্যান্ড্রিউ গিলমার এ কথা বলেছেন।

গিলবমার চারদিনের সফরে বাংলাদেশে রয়েছেন। তিনি মঙ্গলবার কক্সবাজারে নতুন করে আসা রোহিঙ্গাদের সঙ্গে রাখাইনের পরিস্থিতি নিয়ে কথা বলেন।

অ্যান্ড্রিউ বলেন, ‘মিয়ানমারে রোহিঙ্গাদের জাতিগতভাবে নিধন অব্যাহত রয়েছে। আমি কক্সবাজারে যা দেখেছি ও শুনেছি, তাতে মনে হয়ে না আমরা কোনো উপসংহারে পৌঁছতে পারব।’

তিনি বলেন, ‘দেখা যাচ্ছে, ব্যাপক ও পদ্ধতিগতভাবে রোহিঙ্গাদের বিরুদ্ধে সহিংসতা অব্যাহত রয়েছে।’

বিবৃতিতে অ্যান্ড্রিউ জানিয়েছেন, অদূর ভবিষ্যতে মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর বিষয়টি অসম্ভব হয়ে পড়বে। যদি মিয়ানমার দাবি করেছে, তারা শিগগিরই রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করবে।

তিনি বলেন, ‘মিয়ানমার সরকার বিশ্বকে জানাতে ব্যস্ত যে, তারা রোহিঙ্গাদের ফেরত নিতে প্রস্তুত। অথচ তারা একইসময় বাংলাদেশে রোহিঙ্গাদের জোর করে পাঠানো অব্যাহত রেখেছে।’

জাতিসংঘের এই কর্মকর্তা বলেন, ‘এই পরিস্থিতিতে রোহিঙ্গাদের নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিতভাবে অসম্ভব।’

প্রসঙ্গত, গত বছরের ২৫ আগস্ট থেকে রাখাইনে রোহিঙ্গা নিধন অভিযানে নামে মিয়ানমারের সেনাবাহিনী। সেনাদের হাতে নির্যাতন-ধর্ষণ ও হত্যার ভয়ে এ পর্যন্ত প্রায় সাত লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে।