নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য ত্রাণসহায়তা নিয়ে একটি মালয়েশীয় জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।
মঙ্গলবার ভোরে ১৪০০ মেট্রিক টন ত্রাণ নিয়ে আলিয়া নামের জাহাজটি চট্টগ্রাম বন্দরে নোঙর করে।
ত্রাণসহায়তা নিয়ে মালয়েশীয় জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর সত্যতা নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক।
বন্দর সূত্র জানায়, জাহাজটি চট্টগ্রাম বন্দর থেকে ত্রাণসহায়তা আনুষ্ঠানিকভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করবে। আজ দুপুরে মালয়েশীয় হাইকমিশনের কর্মকর্তাদের উপস্থিতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই ত্রাণসহায়তা বুঝে নেবেন।
জাহাজটিতে রোহিঙ্গাদের জন্য প্রয়োজনীয় ওষুধসামগ্রী, খাদ্যসামগ্রী ও পোশাকসহ ১৪০০ মেট্রিক টন ত্রাণ রয়েছে।
এ ছাড়া জাহাজে মালয়েশীয় স্বেচ্ছাসেবক, সাংবাদিক ও নাবিকসহ প্রায় ২০০ জন আরোহী রয়েছেন।