জ্যেষ্ঠ প্রতিবেদক : রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি।
সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ‘বিএনপির পক্ষ থেকে আহবান জানাচ্ছি, নির্যাতিত-নিপীড়িত রোহিঙ্গাদের মানবতার দৃষ্টিতে বাংলাদেশে আশ্রয় দিন। তাদের পাশে দাড়াঁন। তাদের বাঁচতে সাহায্য করুন। মানবতার সেবায় দলমত নির্বিশেষে সকলে রোহিঙ্গাদের পাশে দাড়াঁন।’
রিজভী বলেন, ‘বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে জোরালো লবিং করে রোহিঙ্গা সমস্যা সমাধানে ভোটারবিহীন আওয়ামী সরকার ব্যর্থ হয়েছে। এমনকি তারা জোরালো ভাষায় প্রতিবাদটুকুও করছে না।’
‘মিয়ানমার বাহিনীর হেলিকপ্টার বার বার বাংলাদেশের সীমা অতিক্রম করলেও সরকার দায়সারা একটি প্রতিবাদ লিপি দিয়ে কর্তব্য শেষ করেছে। কারণ তারা জনগনের ভোটে নির্বাচিত নয়। তারাও দেশে গুম, হত্যা, বিচারবহির্ভূত হত্যা, আর নির্যাতনের মাধ্যমে ক্ষমতা আকঁড়ে ধরে আছে’, বলেন বিএনপির এই নেতা।
রিজভী আরো বলেন, ‘সরকারের নৈতিক মনোবল বা শক্তি না থাকায় জোরালো কুটনৈতিক তৎপরতা চালাতে পারছে না। প্রতিউত্তর দিতে পারছে না। যদি জনগনের ভোটে নির্বাচিত জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকার আজ দেশে ক্ষমতায় থাকত তাহলে ব্যাপক উদ্যোগ নিয়ে বিশ্ব সম্প্রদায়কে সাথে নিয়ে মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম নিধন বন্ধের কার্যকর উদ্যোগ নেওয়া সম্ভব ছিল।’
মিয়ানমার বাহিনীর বর্বরতায় রোহিঙ্গা হত্যা ও নির্যাতনে বিশ্ব বিবেককে স্পর্শ করেছে মন্তব্য করে রিজভী বলেন, ‘রোহিঙ্গারা এখন অনতিকান্ত অগ্নিকুন্ডের মধ্যে মৃত্যুর প্রহর গুনছে।’
শেখ হাসিনার অধীনেই সহায়ক সরকার হবে বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যে মন্তব্য করেছেন তার সমালোচনা করে রিজভী বলেন, ‘নির্বাচন কমিশনের সাথে বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণি পেশার মানুষের যে সংলাপ চলছে সেখানে প্রায় সকলেই সংসদ ভেঙ্গে দিয়ে নির্বাচনকালীন নির্দলীয় সহায়ক সরকারের পক্ষে কথা বলেছেন। অবাধ ও সুষ্ঠু নির্বাচন আওয়ামী লীগ কখনই করবে না বলেই তাদের সাধারন সম্পাদক দলীয় প্রধানের অধীনে নির্বাচনের কথা বলছেন।’
নির্দলীয় সহায়ক সরকারের অধীনেই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান বিএনপির এই জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব।
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে আয়োজিত অনুষ্ঠানে ক্ষমতাসীন দলের নেতাকর্মী ও আইনশৃঙ্খলাবাহিনী বাধা দিয়েছে ও হামলা করেছে বলে অভিযোগ করে এর নিন্দা ও প্রতিবাদ জানান রিজভী।
সংবাদ সম্মেলনে বিএনপি নেতাদের মধ্যে এজেডএম জাহিদ হোসেন, আবদুস সালাম আজাদ, অধ্যাপক আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।