কক্সবাজার প্রতিনিধি : অনিবন্ধিত সব রোহিঙ্গাদের বায়োমেট্টিক পদ্ধতিতে নিবন্ধন শুরু হয়েছে।
কুতুপালং থেকে বালুখালী পর্যন্ত নির্ধারিত ২০টি ক্যাম্প স্থাপন শেষ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম লুৎফুর রহমান।
তিনি জানান, সোমবার বিকেল থেকে নিবন্ধনের কাজ চলবে। প্রতি ক্যাম্প থেকে সাতশ’ জন করে প্রতিদিন মোট ১৪ হাজার জনকে নিবন্ধন করা হবে। শেষ না হওয়া পর্যন্ত চলবে এ কাজ।
নিবন্ধন প্রক্রিয়াটির দায়িত্বে রয়েছে পাসপোর্ট অফিস। প্রকল্পটির ডেপুটি পরিচালক লে. কর্নেল শফিউল আজম জানান, প্রতিজনের ১০ আঙ্গুলের চাপ, ছবি, বাংলাদেশে প্রবেশের সময়, মিয়ানমারের ঠিকানা নেওয়া হবে। তারপর পরিচয়পত্র প্রদান করা হবে।
কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খালেদ মাহমুদ জানান, সব রোহিঙ্গাদের একই স্থানে নিয়ে গিয়ে ডাটাবেজ তৈরীর উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে দুই হাজার হেক্টর জায়গা নির্ধারণ করা হয়েছে। যেখানে শেড নির্মাণ করা হচ্ছে। পরিচয়পত্র পাওয়া রোহিঙ্গাদের সব প্রকার সহায়তা দেওয়া হবে।