আন্তর্জাতিক ডেস্ক : রোহিঙ্গাদের বিরুদ্ধে সহিংসতা বন্ধের জোর আহ্বান জানাতে ইন্দোনেশীয় প্রেসিডেন্ট তার পররাষ্ট্রমন্ত্রীকে মিয়ানমারে পাঠিয়েছেন।
প্রেসিডেন্ট জোকো উইদোদো রোববার তার পররাষ্ট্রমন্ত্রী রেনতো মারসুদিকে মিয়ানমারে পাঠিয়েছেন। মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে সহিংসতার প্রতিবাদে সোচ্চার বিশ্বের একক সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ ইন্দোনেশিয়া। ইন্দোনেশীয় মুসলিমদের চাপের মুখে রয়েছে উইদোদো সরকার।
ইন্দোশিয়ার রাজধানী জাকার্তায় মিয়ানমারের দূতাবাসে রোববার সকালে পেট্রোল বোমা হামলা চালায় বিক্ষুব্ধ লোকজন। একে জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে। এ ঘটনার পর মিয়ানমার সরকারকে রোহিঙ্গাদের বিরুদ্ধে সহিংসতা বন্ধের অনুরোধ জানাতে রেনতো মারসুদি পাঠিয়েছেন উইদোদো।
ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় সংবাদসংস্থা আন্তারার খবরের বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, শনিবার রোহিঙ্গা অধিকারকর্মীরা মিয়ানমার দূতাবাসের সামনে বিক্ষোভ করে। তারা অং সান সু চির নোবেল পুরস্কার প্রত্যাহার করে নিতে নরওয়েজিয়ান নোবেল কমিটির প্রতি আহ্বান জানায়।
রোববারও বিক্ষোভ অব্যাহত থাকে। মিয়ানমারকে মুসলিম রোহিঙ্গাদের বিরুদ্ধে সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে বিক্ষোভকারীরা ইন্দোনিশীয় সরকারের প্রতি দাবি জানায়।
উইদোদো জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী মারসুদিকে তিনি মিয়ানমারের পাঠিয়েছেন, যেন রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার সরকারের সঙ্গে নিবিড় যোগাযোগ তৈরি হয়। এ ছাড়া বিবদমান পক্ষগুলোসহ জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গেও তিনি আলোচনা করবেন। রোহিঙ্গাদের জন্য সহায়তা পৌঁছানোর বিষয়েও তিনি কথা বলবেন।
রোহিঙ্গা সমস্যা সমাধানে সুনির্দিষ্ট পদক্ষেপ প্রয়োজন এবং মানবিক সংকট সমাধানে ইন্দোনেশিয়া কাজ করবে বলে জানান উইদোদো।
ইন্দোনেশীয় পররাষ্ট্রমন্ত্রী মারসুদি বাংলাদেশ সফর করবেন। কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করবেন এবং তাদের জন্য ত্রাণসহায়তা বিষয়ে আলোচনা করবেন।
উল্লেখ্য, সাম্প্রতিক সহিংসতায় মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে এরই মধ্যে ৭৩ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। আরো অসংখ্য রোহিঙ্গা সীমান্তে অপেক্ষা করছে। গত সপ্তাহে হঠাৎ রোহিঙ্গাদের বিরুদ্ধে বর্বর অভিযান শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী। স্থানীয় মৌলবাদী বৌদ্ধরা রোহিঙ্গাদের বসতবাড়ি জ্বালিয়ে দিচ্ছে।