রোহিঙ্গা ক্যাম্পে মুখোশধারী লোকদের আনাগোনা বেড়েছে

ডেস্ক রিপোর্ট : কক্সবাজারে উখিয়া উপজেলায় কুতুপালং রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে মুখোশধারী লোকদের আনাগোনা বেড়েছে। এই মুখোশধারীদের হাতেই সম্প্রতি নিহত হয়েছে তিন রোহিঙ্গা তরুণ। বার্তা সংস্থা রয়টার্স শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত জুন মাসের শেষ দিকে সারা দেশ যখন ঈদুল ফিতর উদযাপন করছিলো তখন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা নূর আনকিস ও প্রতিবেশীরা তার স্বামীর লাশ দাফন করেছে। মিয়ানমার থেকে সপরিবারে পালিয়ে আসা মোহাম্মদ আইয়ুবের জিহ্বা ছিল কাটা এবং তার হাত দুটি ছিল পেছন দিকে বাধা। ২৫ জুন কুতুপালংয়ে দুটি পাহাড়ের মাঝখানে কাঁদামাটির ভেতরে মাটি চাপা অবস্থায় আইয়ুবের মৃতদেহ উদ্ধার করা হয়। এর মাত্র এক সপ্তাহ আগে একই এলাকা থেকে সেলিম নামের আরেক রোহিঙ্গা যুবকের লাশ উদ্ধার করা হয়।

নূর আনকিস জানান, ক্যাম্পে মাদকদ্রব্য নিয়ে লড়াইয়ে দুটি গ্রুপের মধ্যে একটিতে শামিল ছিলেন তার স্বামী।

পুলিশ প্রতিবেদন অনুযায়ী, গত ১৪ জুন ছুরি-চাপাতি হাতে ২০ থেকে ২৫ জনের একদল লোক আইয়ুবকে তুলে নিয়ে যায়।

জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা আফরুজুল হক টুটুল জানিয়েছেন, এ ঘটনায় তিন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে আইয়ুব হত্যার রহস্য এখনো উদঘাটন হয়নি।

ক্যাম্পের বাসিন্দারা অভিযোগ করেছেন, রাতে মুখোশধারী ও রহস্যময় ব্যক্তিরা ক্যাম্পের ভেতরে আসা-যাওয়া করে।

ক্যাম্পের রেজিস্টার্ড বাসিন্দা ৩০ বছরের এক যুবক জানান, ১০/১২ জনের একটি গ্রুপ দুইবার তার ঘরের সামনে এসেছিল। তারা দরজা খুলতে বললেও ভয়ে তিনি দরজা খোলেননি।

তিনি বলেন, ‘রাতে ওরা যখন আমার নাম ধরে ডাকছিল তখন আমি দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে শুয়ে ছিলাম। একটি ঘণ্টা তারা বাইরে অপেক্ষা করছিল এবং সেটি ছিল আমার জীবনের সবচেয়ে দীর্ঘতম সময়।’