রোহিঙ্গা নারীর মৃতদেহ উদ্ধার

কক্সবাজার

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর সংলগ্ন নাফ নদীর মোহনা থেকে এক রোহিঙ্গা নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুর ১টার দিকে টেকনাফ থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে।

টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মজিদ বলেন, নাফ নদীতে ভাসমান একটি মৃতদেহ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে।

তিনি আরো বলেন, মৃতদেহটি রোহিঙ্গা নারীর বলে ধারণা করা হচ্ছে। সোমবার নাফ নদীর মিয়ানমার জলসীমায় রোহিঙ্গা বোঝাই একটি নৌকা ডুবির ঘটনা ঘটে। জেলেরা তিনজনকে উদ্ধার করলেও অনেকেই নিখোঁজ ছিল। এদের একজনের মৃতদেহ হতে পারে এটি।