রোহিঙ্গা বোঝায় দুটি নৌকা ও ২২ রোহিঙ্গা নারীকে ফেরত পাঠিয়েছে বিজিবি

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গা বোঝায় দুটি নৌকা ও ২২ রোহিঙ্গা নারীকে ফেরত পাঠিয়েছে বিজিবি।

শনিবার ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত উখিয়ার বালুখালী এবং টেকনাফে নাফ নদীর জাদিমুরা পয়েন্ট দিয়ে তাদের ফেরত পাঠানো হয়।

বিজিবির টেকনাফ-২-এর উপ-অধিনায়ক মেজর মো. আবু রাসেল সিদ্দিকী বলেন, টেকনাফের নাফ নদীর জাদিমুরা পয়েন্ট দিয়ে শনিবার ভোরে দুটি নৌকায় করে অন্তত ২০ জন রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা চালায়। এ সময় বিজিবির টহলদলের সদস্যরা জলসীমার শূন্যরেখা থেকে তাদের মিয়ানমারে ফেরত পাঠিয়েছে।

বিজিবির কক্সবাজার-৩৪-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার বলেন, শনিবার সকালে উখিয়ার বালুখালী পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে ২২ রোহিঙ্গা নারীকে ফেরত পাঠিয়েছে বিজিবি।গত ১ নভেম্বর থেকে এ পর্যন্ত ৪৮০ জন রোহিঙ্গাকে ফেরত পাঠানো হয়েছে।