রোহিঙ্গা শিশুদের সুরক্ষায় বিশ্বসম্প্রদায়কে এগিয়ে আসতে হবে: বিমান ও পর্যটন মন্ত্রী

রেজাউর রহমান চৌধুরী ঢাকা : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এমপি বলেছেন, রোহিঙ্গা শিশুদের সুরক্ষা ও তাদের চাহিদা পূরণের দায়িত্ব শুধু বাংলাদেশর নয়, বিশ্ব সম্প্রদায়কেও এক্ষেত্রে এগিয়ে আসতে হবে। এবং এসব শিশুর সুস্থভাবে বেড়ে ওঠার জন্য তাদেরকে নিজ বাসভূমি রাখাইনে ফেরত নিতে মায়ানমারকে বাধ্য করতে হবে। এ জন্য জাতিসংঘকে আরও বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে।

তিনি বলেন, মায়ানমার থেকে আসা শরানার্থীদের মধ্যে প্রায় ষাট হাজার মহিলা সন্তান সম্ভবা। শরনার্থী শিবিরে এসব মহিলাদের পরিচর্যা সম্ভব নয় তাই দ্রæত এসব মহিলাসহ সকল রোহিঙ্গা জনগোষ্ঠিকে দ্রæত ফিরিয়ে না নিলে মানবিক বিপর্যয় অবশ্যম্ভাবী।

তিনি আজ সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে ডিআরইউ আয়োজিত ‘শিশুর অধিকার ও বিশ্ব মানবতা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

ডিআরইউ সভাপতি সাখাওয়াত হোসেন বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে আলোচনায় অংশ নেন বক্ষব্যাধি বিশেষজ্ঞ উত্তম কুমার বড়ুয়া, ইউনিসেফের ফারিয়া আলম, সাংবাদিক সলিম সামাদ প্রমুখ।