রৌমারীতে ৩৭৭পিচ ইয়াবাসহ ১ জনকে আটক করেছে বিজিবি

কুড়িগ্রাম প্রতিনিধিঃকুড়িগ্রামের রৌমারীতে ৩৭৭পিচ ইয়াবাসহ মোঃ অনিক মিয়া (২১) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি।আটক অনিক জামালপুর জেলার বেলটিয়া কোজগড় এলাকার মোঃ আব্দুল মান্নানের পুত্র।
জানা গেছে,বুধবার সকালে উপজেলার ছোট মাদারটিলা এলাকার সীমান্তের ১০৬৫/১-এস হতে আনুমানিক ০৩ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৭৭ পিচ ইয়াবাসহ অনিক মিয়াকে আটক করে বিজিবি।
জামালপুর ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে:কর্নেল এসএম আজাদ বলেন,আটককৃতকে রৌমারী থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
এব্যাপারে বৃহস্পতিবার(২৩ এপ্রিল) দুপুরে থানার অফিসার ইনচার্জ(ওসি) আবু মোঃ দিলওয়ার ইনাম জানান,আসামীকে জেল হাজতে পাঠানো হয়েছে।