র‌্যাবের তৎপরতায় রক্ষা পেয়েছে ২৬ হজযাত্রী

নিজস্ব প্রতিবেদক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে র‌্যাবের তৎপরতায় রক্ষা পেয়েছে ২৬ হজযাত্রী। তাদের বহনকারী একটি বাস দুর্ঘটনাবশত বহির্গমন রেলিংয়ে আটকে গেলে দ্রুত হজযাত্রীদের উদ্ধার করেছে র‌্যাব।

সোমবার দুপুর ১২টার দিকে মিরপুর থেকে আসা তামান্না গ্রুপের হজ যাত্রীবাহী বাস বিমান আন্তর্জাতিক বর্হিগমন র‌্যাম্প দিয়ে টার্মিনালের দোতালায় উঠার সময় হঠাৎ ব্রেক লক অকেজো হয় যায়। এতে বাসটি পিছনের দিকে নামতে নামতে এক পর্যায়ে পাশের রেলিং ভেঙ্গে আটকে যায়।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী পরিচালক মিজানুর রহমান ভূঁইয়া জানিয়েছেন, দুর্ঘটনার সঙ্গে সঙ্গে সিভিল এভিয়েশন ডিরেক্টর গ্রুপ ক্যাপ্টেন কাজী ইকবাল দুর্ঘটনাকবলিত বাস উদ্ধারে র‌্যারের কাছে সহায়তা চান। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে র‌্যাবের একটি উদ্ধার টিম উদ্ধারকারী যান নিয়ে ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের নিরাপদে নামিয়ে নিয়ে আসে। পরে গাড়িটি উদ্ধার করা হয়।

তিনি বলেন, হজ যাত্রীদের কোন ক্ষয়ক্ষতি হয়নি। তারা দুপুর ২টায় সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন। উদ্ধারকৃত বাস বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।