র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে সুন্দরবনের সাইজ্যা বাহিনীর প্রধান নিহত

 র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে সুন্দরবনের মূর্তিমান আতঙ্ক বন ও জলদস্যু সাইজ্যা বাহিনীর প্রধান আবু বক্কর সরদার ওরফে বাক্কার নিহত হয়েছে।

 

শুক্রবার সকাল ৮টায় খুলনার কয়রা উপজেলার সুন্দরবন পশ্চিম বনবিভাগের ফুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।

 

র‌্যাব ঘটনাস্থল থেকে একটি বন্দুক, একটি রাইফেল, দুটি দা এবং কয়েক রাউন্ড গুলি উদ্ধার করেছে।

র‌্যাব-৬ খুলনার পরিচালক, অতিরিক্ত ডিআইজি খোন্দকার রফিকুল ইসলাম  জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে সাইজ্যা বাহিনী প্রধান ও তার সহযোগীরা সুন্দরবনের ফুলতলা নামক স্থানে অবস্থান করছে। এ সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি বিশেষ দল শুক্রবার সকাল ৮টার দিকে সেখানে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে জলদস্যুরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে জলদস্যুরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে সাইজ্যা বাহিনী প্রধান আবু বক্কার সরদারের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। এরপর ঘটনাস্থল থেকে একটি বন্দুক, একটি রাইফেল, দুটি দা এবং বেশ কিছু গুলি উদ্ধার করা হয় বলে তিনি জানান।

 

কয়রা থানার সেকেন্ড অফিসার এসআই মো. উসমান গণি বলেন, র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে সুন্দরবনের জলদস্যু সাইজ্যা বাহিনীর প্রধান আবু বক্কর সরদার ওরফে বাক্কার নিহত হওয়ার খবর তারা পেয়েছেন।  তিনি ফোর্স নিয়ে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন।