র‌্যালি ও আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে মাগুরা মুক্ত দিবস পালিত

মাগুরা প্রতিনিধি : র‌্যালি ও আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে মাগুরা মুক্ত দিবস পালিত হয়েছে।

বুধবার মাগুরায় জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে এ কর্মসূচির আয়োজন করা হয়।

শহরের নোমানী ময়দানে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভের পাদদেশে পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির কার্যক্রম শুরু হয়। পরে স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ ও র‌্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা জানান, মহান মুক্তিযুদ্ধের এই দিনে মুক্তিযোদ্ধা ও মিত্রবাহিনীর যৌথ আক্রমণের মুখে পিছু হটতে বাধ্য হয় হানাদার বাহিনী এবং মুক্ত হয় মাগুরা।

জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোল্লা নবুয়ত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা জেলা প্রশাসক মাহবুবর রহমান।

বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মুনিবুর রহমান, জেলা পরিষদ প্রশাসক সৈয়দ শরিফুল ইসলাম। অনুষ্ঠানে চারটি উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।