লকডাউনে জমজমাট নারায়ণগঞ্জে ইফতার বাজার, ক্রেতাদের ভিড়

জেলা প্রতিবেদকঃ নারায়ণগঞ্জে চলছে লকডাউন। তবে এ লকডাউনেও জমজমাট নগরীর ইফতার বাজার।

শনিবার (২ মে) শহরের প্রধান প্রধান সড়ক ও হোটেলগুলোর পাশাপাশি বেকারিগুলোতেও দেখা গেছে ইফতার বাজারে বাহারি ইফতার আইটেম। সেখানে ইফতার কিনতেও রয়েছে নগরবাসীর ভিড়। তবে এ ভিড়ে মানা হচ্ছে না কোনো শারীরিক দূরত্ব।

সরেজমিনে শহরের চাষাঢ়া হোয়াইট হাউস, সুগন্ধা পাসসহ বিভিন্ন রেস্টুরেন্টের সামনে এমন দৃশ্য দেখা যায়। সেখানে ইফতার কিনতে ভিড় দেখা যায় নগরবাসীর। এ ছাড়াও ভ্রাম্যমাণ দোকানিরাও বিভিন্ন ইফতার ও ফলের পসরা সাজিয়ে বসে আছেন।

চাষাঢ়ায় ইফতার কিনতে আসা আব্দুর রহমান জানান, আমি ইফতার কিনতেই এসেছি। বৃষ্টি হওয়াতে ভাবলাম কিছু ইফতার কিনে নিয়ে যাই বাসার জন্য, আর এখন তো জেলায় লকডাউন কার্যকর নেই। যেহেতু লকডাউন নেই, তাই মানুষ বের হচ্ছে বলে আমিও বের হলাম।

এর আগে করোনার হটস্পট হিসেবে চিহ্নিত হওয়ায় নারায়ণগঞ্জকে ৮ এপ্রিল থেকে লকডাউন ঘোষণা করে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর)।