লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগরে গণপিটুনিতে মো. আবুল হোসেন (৫৫) নামের এক ‘ডাকাত’ নিহত হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে কমলনগর উপজেলার চর কাদিরা ইউনিয়নে ডাকাতি করতে গেলে আবুল গণপিটুনির শিকার হয়।
আবুল নোয়াখালী জেলার সুধারাম থানার আন্ডার চর এলাকার মৃত আবদুল হকের ছেলে।
স্থানীয়রা জানায়, গভীর রাতে একদল ডাকাত চর কাদিরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সিরাজের বাড়িতে ডাকাতি করতে গেলে স্থানীয়রা তাকে গণপিটুনি দিয়ে গুরুতর আহত করে। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়।
কমলনগর থানার উপ পরিদর্শক (এসআই) মো. মোস্তফা জানান, স্থানীয়দের গণপিটুনিতে আহত আবুলকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির আহাম্মদ জানান, ডাকাতি করতে গেলে আবুল গণপিটুনির শিকার হয়। এ সময় তার সহযোগীরা পালিয়ে যায়। নোয়াখালীসহ আশপাশের বিভিন্ন থানায় তার ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে। তার লাশ লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে রয়েছে।