লক্ষ্মীপুরে একটি মেসে তল্লাশি চালিয়ে দুই শিবির কর্মীকে আটক

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে একটি মেসে তল্লাশি চালিয়ে দুই শিবির কর্মীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে পৌর শহরের ডিবি রোড এলাকার অ্যাডভোকেট আবুল কালামের মেস থেকে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে চাঁদা আদায়ের রশীদ বইসহ বেশকিছু জেহাদি বই উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো নোয়াখালী জেলার নুর মোহাম্মদের ছেলে নুরুল হক ও নুরুল হকের ছেলে মনিরুজ্জামান। তারা দুজন লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, শিবিরের কয়েকজন নেতা বৈঠক করছে এমন সংবাদে ওই মেসে তল্লাশি করে শিবিরের দুই কর্মীকে আটক করা হয়েছে। এ সময় মেসে থাকা বেশকিছু জেহাদি বই উদ্ধার করা হয়।