লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে হোসেন আহমদ শাওন (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে পৌর শহরের অবিরখিল এলাকায় এ ঘটনা ঘটে।
শাওন লক্ষ্মীপুর সরকারি কলেজ থেকে এ বছর এইচএসসি পাস করেছে। সে স্থানীয় রাধাপুর গ্রামের তোফায়েল আহমদের ছেলে।
প্রত্যক্ষদর্শী শাওনের খালাতো ভাই লোটাস অভিযোগ করেন, প্রতিবেশী সোহেল, পরান ও শাকিলসহ ৫/৬ জনের সঙ্গে জমি নিয়ে শাওনের বাবার বিরোধ চলছিল। এর জেরে বিকেলে তারা শাওনের পরিবারের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় শাওন বাধা দিতে গেলে তারা তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।