
জেলা প্রতিবেদকঃ লক্ষ্মীপুরের কমলনগরে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে পাঁচ বছর বয়সী এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই শিশুদের বাড়ি লকডাউন করা হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) সকালে বাড়ি থেকে হাসপাতাল নেওয়ায় পথে শিশুটির মৃত্যু হয়। শিশুটি উপজেলার চর কাদিরা ইউনিয়নের চর পাগলা গ্রামের ডাক্তার পাড়া এলাকার বাসিন্দা।
কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. সাকীর উল ইসলাম বলেন, শিশুর পরিবারের লোকজন তথ্য গোপন করেছেন। স্থানীয়রা জানিয়েছে, ওই শিশু দুইদিন ধরে জ্বরে ভুগছিল। সকালে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরীক্ষার জন্য মরদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি ওই শিশুদের বাড়ি লকডাউন করা হয়েছে।