লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে একজন নিহত হয়েছেন।
শনিবার সকালে লক্ষ্মীপুর-বেগমগঞ্জ সড়কের চরচামিতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় তিন মাইক্রোবাস যাত্রী আহত হয়েছেন। নিহত মাইক্রোবাস চালকের পরিচয় পাওয়া যায়নি।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল মালেক জানান, লক্ষ্মীপুর থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস চরচামিতা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের চালকসহ চারজন গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে চালকের মৃত্যু হয়।