লক্ষ্মীপুরে ডাকাত দলের আট সদস্যকে আটক

লক্ষ্মীপুর : শুক্রবার ভোররাতে চন্দ্রগঞ্জ থানার চরশাহী ইউনিয়নের পূর্ব সৈয়দপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- মো. সুমন (২৭), মো. রুবেল হোসেন (২৪), মো. আনোয়ার হোসেন (মাসুম) (৩৫), মো. রিপন (২৫), মো. সায়েদ (২৫), মো. মোস্তফা (রিপন) (২২), মো. শাওন চৌধুরী হৃদয় (২২) ও মো. সবুজ (২৫)। আটককৃতরা সবাই নোয়াখালী জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা। এ সময় ডাকাতি কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও একটি পিকআপ ভ্যান উদ্ধার করে পুলিশ।

লক্ষ্মীপুরে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের আট সদস্যকে আটক করেছে পুলিশ।

চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোক্তার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে চরশাহী ইউনিয়নের পূর্ব সৈয়দপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানে আন্তঃজেলা ডাকাতদলের আট সদস্যকে আটক ও একটি পিকআপ ভ্যান উদ্ধার করা হয়। তবে এ সময় আরো কয়েকজন সদস্য দৌড়ে পালিয়ে যায়। তাদের কাছ থেকে কিরিচ, কাটার, চোরা ও ডাকাতির বিভিন্ন সরঞ্জামসহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে নোয়াখালী ও লক্ষ্মীপুরের বিভিন্ন থানায় ছিনতাই ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। আটককৃতদের ডাকাতি ও অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।