লক্ষ্মীপুরে নিম্ন আয়ের মানুষদের মধ্যে খাদ্যসামগ্রী বিরতণ

নিজস্ব প্রতিবেদকঃ লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগরে হতদরিদ্র দিনমজুর ও নিম্ন আয়ের মানুষদের মধ্যে খাদ্যসামগ্রী বিরতণ করেছেন সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) মারুফা নাজনীন।

এসময় নভেল করোনা ভাইরাসের ভয়াবহতা সম্পর্কে সচেতন করেন এবং সরকারের নির্দেশনা মেনে সবাইকে নিজ নিজ বাড়িতে অবস্থান করার জন্য অনুরোধ করেন।

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রামগতি ও কমলগর উপজেলা বিভিন্নস্থানে অসহায় ৪০ পরিবারের পাশে দাঁড়ান তিনি। এসয় বস্তা ভরে চাল ডাল তেল পেঁয়াজ লবণসহ বিভিন্ন খাদ্যসামগ্রী দেওয়া হয়। এর আগেও তিনি দুই উপজেলার বিভিন্ন হাট বাজারে হ্যান্ডমাইকে সচেতনতামূলক প্রচার চালান বিতরণ করেন লিফলেট।

সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) মারুফা নাজনীন বলেন, লক্ষ্মীপুর ও রামগতির সার্কেল অফিসে কর্মরত পুলিশ সদস্যদের বক্তিগত উদ্যোগে রামগতি ও কমলনগরের অসহায় মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করেছি। আমাদের এই ক্ষুদ্র প্রয়াসে উদ্বুদ্ধ হয়ে কেউ যদি অসহায় মানুষের পাশে এসে দাঁড়ায় তবেই আমাদের সার্থকতা।