
লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের মান্দারীতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে বালুবোঝাই ট্রাকচাপায় নিহত হয়েছেন জাকির নামে এক ভ্যানচালক। বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টার দিকে সদরের মান্দারী পূর্ব বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাকির রংপুর জেলার বাসিন্দা। তিনি লক্ষ্মীপুরের মান্দারী বাজারে ভ্যানশ্রমিকের কাজ করতেন।
পুলিশ জানায়, জাকির ভ্যানে মালামাল তুলছিলেন। এ সময় চন্দ্রগঞ্জ থেকে ছেড়ে আসা একটি বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে উল্টে যায়। এতে জাকির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মৃদুল কান্তি কুরী বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাকটি পুলিশ হেফাজতে আছে। চালক পলাতক রয়েছেন। দুর্ঘটনায় আরও একজন আহত হয়েছেন। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।