লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে দুজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।
মঙ্গলবার বেলা ১১টার দিকে সদর উপজেলার মাইলের মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন লক্ষ্মীপুর সদর উপজেলার নন্দনপুর গ্রামের জিল্লুর হোসেনের মেয়ে নাজমা বেগম ও একই এলাকার (অটোরিকশাচালক) রুস্তম আলী। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম জানান, রায়পুর থেকে ঢাকাগামী একটি বাসের সঙ্গে মাইলের মাথা এলাকায় অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুজন নিহত ও পাঁচজন আহত হন।