লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. লিটন (৪০) নামের এক পথচারী নিহত হয়েছেন।
শনিবার দুপুরে সদর উপজেলার ইসলাম মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
লিটন উপজেলার আটিয়াতলি গ্রামের আশক আলী ভূঁইয়া বাড়ির মৃত নজির আহমেদ ভূঁইয়ার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ইসলাম মার্কেট এলাকায় লিটন রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় রায়পুর থেকে ঢাকাগামী ঢাকা এক্সপ্রেস নামে একটি বাস তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় লিটন মারা যান।
লক্ষ্মীপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) ওমর ফারুক খবরের সত্যতা নিশ্চিত করে জানান, বাসচালককে আটক করা সম্ভব হয়নি।