লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ দিয়েছে আদালত।
সোমবার দুপুরে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ড. আবুল কাশেম চৌধুরী এ রায় দেন। ফাঁসির দণ্ডপ্রাপ্ত সুমন প্রকাশ লিটন উপজেলার চরকাদিরা ইউনিয়নের বাচ্চু মিয়ার ছেলে। ২০১৫ সালে সুমন তার স্ত্রী রাশেদা আক্তারকে গলা কেটে হত্যা করে।
লক্ষ্মীপুর জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জসীম উদ্দিন জানান, ২০১৫ সালের ৯ মার্চ দিবাগত রাতে কমলনগর উপজেলার উত্তর চর কাদিরা গ্রামে রাশেদা আক্তারকে তার স্বামী সুমন গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনার পর দিন নিহতের ভাই আব্দুর জাহের বাদী হয়ে সুমনের বিরুদ্ধে কমলনগর থানায় মামলা করেন। নয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত সুমনকে ফাঁসির আদেশ দেন।