লাইটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় আদালতে দুটি মামলা

নিজস্ব প্রতিবেদক, সাভার : আশুলিয়ার গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় তিন মালিকের বিরুদ্ধে শ্রম আদালতে দুটি মামলা দায়ের করা হয়েছে।

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর সোমবার দুপুরে শ্রম আদালতে মামলা দুটি দায়ের করে।

আসামিরা হলেন- কারখানাটির চেয়ারম্যান মাহমুদ আলম, ভাইস চেয়ারম্যান মাহমুদ কাওছার ও ব্যবস্থাপনা পরিচালক শামীম ইলাহী।এরা তিনজনেই ওই কারখানাটির মালিকানার অংশীদার।

মামলার বিষয়টি নিশ্চিত করে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আশুলিয়া আঞ্চলিক কার্যালয়ের পরিদর্শক আনিছ ফেরদৌস জানান, জিরাবো এলাকার কালার ম্যাক্স (বিডি) লিমিটেড লাইটার প্রস্তুতকারক কারখানাটি তাদের দপ্তরের অনুমোদন ছাড়াই পরিচালিত হয়ে আসছিল। শুধু তাই নয়, শুরুর দিকে ওই কারখানা কর্তৃপক্ষ তাদের চোখ ফাঁকি দিতে মুরগির খামার গড়ে তোলে ওই ভবনে। পরবর্তীতে তারা কৌশলে ওই ভবনে লাইটার কারখানা গড়ে তোলেন।

তিনি আরো জানান, গত মঙ্গলবার বিকেলে অগ্নিকাণ্ডের পর কারখানাটি যে অবৈধভাবে পরিচালিত হয়ে আসছিল সে বিষয়টি তাদের নজরে আসে। অগ্নিকাণ্ডের ঘটনায় কারখানাটির তিন মালিক সম্পূর্ণভাবে দায়ী। মামলায় শ্রম আইনের ৪০ এর ক, খ ও ৬২ ধারা লংঘনের অভিযোগ আনা হয়েছে।

প্রসঙ্গত, গত মঙ্গলবার বিকেলে আশুলিয়ার জিরাবো এলাকার ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ২৬ জন শ্রমিক দগ্ধ হন। দগ্ধদের মধ্যে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিন শ্রমিক।