লাইভ বিতর্কের চ্যালেঞ্জ বাইডেনকে পুতিনের

আন্তর্জাতিক ডেস্কঃ বাকযুদ্ধে লিপ্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে পুতিনকে খুনি বলার পর পাল্টা জবাবে বাইডেনকে খুনি বলেছেন রুশ প্রেসিডেন্ট। এই মন্তব্যের জেরে বাইডেনকে ‘লাইভ’ বিতর্কের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন পুতিন। সরাসরি সম্প্রচারিত বা অনলাইনে এই বিতর্কের জন্য মার্কিন প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট।

২০২০ সালের মার্কিন নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জেতাতে চেষ্টা করেছেন রুশ প্রেসিডেন্ট। মার্কিন গোয়েন্দাদের এমন প্রতিবেদনের পর যুক্তরাষ্ট্রজুড়ে তোলপাড় শুরু হয়েছে। ক্ষোভ প্রকাশ করে রুশ প্রেসিডেন্টকে নির্বাচনী সহিংসতার জন্য ‘খুনি’ আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

এক সাক্ষাৎকারে বাইডেন আরও বলেন, পুতিনের কোনো হৃদয় নেই। যুক্তরাষ্ট্রের গত প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের জন্য পুতিনকে চরম মূল্য দিতে হবে।

জো বাইডেনের এমন মন্তব্যের পর বসে নেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। তিনি এক হাত নিয়েছেন বাইডেনকে। পুতিন বলেন, একমাত্র দোষী ব্যক্তিই আরেকজনকে নিজের মতো চিন্তা করেন।

পুতিন নিজে প্রতিক্রিয়া জানিয়ে আরো বলেন, আমি প্রেসিডেন্ট বাইডেনকে আমাদের আলোচনা চালিয়ে যাওয়ার প্রস্তাব দিচ্ছি। কিন্তু একটা শর্ত আছে। আমরা এই আলোচনা লাইভ বা অনলাইনে করব। আগে রেকর্ড করা আলোচনা নয়, আমাদের আলোচনা হবে মুক্ত ও সরাসরি।’

পুতিন বলেন, ‘আমার কাছ মনে হয়, এটি (সরাসরি আলোচনা) রাশিয়া ও যুক্তরাষ্ট্র উভয় দেশের জনগণের জন্য ভাল হবে। পাশাপাশি অন্যান্য অনেক দেশের জন্যও আকর্ষণীয় হবে।’

বাইডেনের মন্তব্যকে ‘নজিরবিহীন’ হিসেবে বর্ণনা করেছে ক্রেমলিন। দুই দেশের মধ্যকার বর্তমান সম্পর্ককে ‘খুবই বাজে’ বলে ক্রেমলিন অভিহিত করেছে।

বাইডেনের মন্তব্যের জেরে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্র পেসকভ বৃহস্পতিবার (১৮ মার্চ) সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এটা খুবই বাজে মন্তব্য। আগে ইতিহাসে এমন ঘটনা ঘটেনি। বিষয়টি স্পষ্ট যে বাইডেন নিশ্চিতভাবে রাশিয়ার সঙ্গে সম্পর্কের উন্নতি চান না।

রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম তাস এক প্রতিবেদনে জানায়, পুতিন ইতিমধ্যে বাইডেনকে সরাসরি আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। আলোচনার জন্য শুক্র বা সোমবার সম্ভাব্য দিনও প্রস্তাব করেছেন তিনি।