
এস.এম.নাহিদ ঃ পূর্বাচল উপশহরের ১৩নং সেক্টর থেকে পা বাঁধা অবস্থায় লাগেজের ভিতর থেকে অজ্ঞাত নারীর (৩৫) মৃত দেহ উদ্ধার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায় – গতকাল ২৪/০৪/২০১৭ইং তারিখ সোমবার সকাল আনুঃ ১১:৩০মি. সময়ে পূর্বাচল ১৩নং সেক্টরের ৩০৬ নং রোডের ০৩ নং প্লটের মধ্যে কালো রং এর একটি বড় লাগেজ দেখতে পায় এলাকাবাসী। বিষয়টি স্থানীয় রূপগঞ্জ থানা পুলিশকে অবহিত করলে ঘটনাস্থলে দ্রুত পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে। এ ব্যাপারে গতকাল রূপগঞ্জ থানাতে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মামলা নং – ৬৩ ।