লারাকে ছাড়িয়ে কোহলি

ক্রীড়া ডেস্ক : জোহানেসবার্গ টেস্টে বোলারদের নৈপুণ্যে জিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোয়াইটওয়াশ এড়িয়েছে ভারত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজে ব্যাট হাতে উজ্জল ছিলেন বিরাট কোহলি। আর এ পারফরম্যান্সে সর্বকালের টেস্ট র‌্যাঙ্কিংয়ে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারাকে ছাড়িয়ে গেছেন কোহলি।

টেস্টে বর্তমান সময়ের সেরা ব্যাটসম্যানদের তালিকায় দ্বিতীয় অবস্থানে আছেন কোহলি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট শুরুর আগে কোহলির পয়েন্ট ছিল ৯০০। সবশেষ টেস্টে ৫৪ ও ৪১ রানের ইনিংসের কল্যাণে ১২ পয়েন্ট যোগ হয় কোহলির নামের পাশে। ফলে প্রোটিয়াদের বিপক্ষে সিরিজ শেষে কোহলির মোট পয়েন্ট এখন ৯১২। ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ব্যাটসম্যান ব্রায়ান লারার সর্বোচ্চ পয়েন্ট ছিল ৯১১।

৯৪৭ পয়েন্ট নিয়ে বর্তমানে টেস্টে সেরা ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ। ৯৬১ পয়েন্ট নিয়ে এ তালিকায় সর্বকালের সেরা ব্যাটসম্যানদের তালিকায় উপরে রয়েছে অস্ট্রেলিয়ার কিংবদন্তি ব্যাটসম্যান স্যার ডন ব্র্যাডম্যান।

ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ব্রায়ান লারার পর এবার স্বদেশি কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্করকে ছাড়িয়ে যাওয়ার অপেক্ষায় রয়েছেন কোহলি। ৯১৬ পয়েন্ট নিয়ে কোহলির সামনে রয়েছেন ভারতের প্রাক্তন এ তারকা ক্রিকেটার। বর্তমান ফর্ম ধরে রাখতে পারলে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টেই গাভাস্করকে ছাড়িয়ে যেতে পারেন কোহলি।