নিজস্ব প্রতিবেদক : রাজধানীর লালবাগ থানা এলাকায় চৌরাস্তার মোড়ে পাফিন চাইনিজ রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নয়জন আহত হয়েছেন।
আহতরা হলেন- ফারহানা আক্তার পান্না (২৩), সবুজ (২০), মারুফ (২০), সাব্বির (২০) মকবুল ৩৫) সোনামউদ্দীন (৫০), ফয়সাল (২৫) হজরত আলী (৫০) ও একজন অজ্ঞাত পুরুষ (৩৫)।
শনিবার বিকেল পৌনে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।
ঢামেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বাচ্চু মিয়া জানান, সিলিন্ডার বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি। আহতদের হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি আরো বলেন, আহতদের মধ্যে সবুজ ও মারুফ মান্ডায় একটি দোকানে কাজ করতেন। ফরহানা আক্তার পান্না ধানমন্ডি মডেল কলেজে বিবিএর ছাত্রী। সোনামউদ্দীন ও অজ্ঞাত ব্যক্তি রিকশাচালক। বাকিদের পরিচয় পাওয়া যায়নি।
ঢামেক হাসপাতাল বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শঙ্কর পাল জানান, আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।