লালবাগ এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর লালবাগ এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রাব্বি হোসেন (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার রাত ১১টার দিকে লালবাগের শহীদবাগের ১ নম্বর গলিতে তাকে ছুরিকাঘাত করা হয়। পরে আহত অবস্থায় রাব্বির বাবা মো. আবদুস সালাম তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। রাত দেড়টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মো. আবদুস সালাম জানান, রাব্বি কামরাঙ্গীরচরে সানমুন টেইলার্সে কাজ করতেন। রাতে শহীদবাগের ১ নম্বর গলির কাছে অজ্ঞাত ব্যক্তিরা তাকে মারধর ও ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়।

রাব্বি হোসেন তার পরিবারকে নিয়ে লালবাগ এলাকার শহীদনগরের ১২৮/২ নম্বর বাসায় থাকতেন।

রাব্বির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বাচ্চু মিয়া বলেন, লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।