লালমনিরহাটের থেকে উর্দুভাষী চার শতাধিক বইসহ এক যুবককে আটক

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর থেকে উর্দুভাষী চার শতাধিক বইসহ আসিফ (২১) নামে এক যুবককে আটক করেছে বিজিবি।

শনিবার সন্ধ্যায় বুড়িমারী জিরোপয়েন্ট এলাকা থেকে তাকে আটক করা হয়। আসিফ নীলফামারীর সৈয়দপুর উপজেলার সৈয়দপুর এলাকার জামাল উদ্দিনের ছেলে। তিনি সৈয়দপুর রেলগেট এলাকার মদিনা লাইব্রেরির পরিচালক।

বুড়িমারী স্থলবন্দর বিজিবির কোম্পানি কমান্ডার সুবেদার সিরাজ উদ্দিন জানান, শনিবার সন্ধ্যায় ভারত থেকে একটি প্যাকেট কে বা কারা নিয়ে এসে জিরোপয়েন্টে রেখে যান। পরে কয়েকজন শ্রমিক প্যাকেটটি খুলে তার মধ্যে উর্দভাষী বই দেখতে পান। শ্রমিকরা প্যাকেটটি বিজিবি ক্যাম্পে নিয়ে আসেন। পরে অনুসন্ধানে জানা যায় প্যাকেটটি ভারত থেকে চোরাই পথে সৈয়দপুর রেলগেট এলাকার মদিনা লাইব্রেরির পরিচালক মো. আসিফ নিয়ে এসেছেন। তিনি প্যাকেটের খোঁজে এলে তাকে আটক করা হয়।

লালমনিরহাট-১৫ বিজিবির পরিচালক লে. কর্নেল গোলাম মোর্শেদ বলেন, ভারত থেকে আনা উর্দুভাষী ৩৮৫টি বই উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আটক নীলফামারীর সৈয়দপুর রেলগেট এলাকার মদিনা লাইব্রেরির পরিচালককে মো. আসিফকে জিজ্ঞাসাবাদ চলছে।